মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম জেলা ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নতুন স্টেশন রোডে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ডাঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বিশেষ অতিথি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আশরাফ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ রশিদুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফারুক, ডাঃ গোপাল চন্দ্র সরকার, ডাঃ ফনিদ্রনাথ সরকার, অপসোনিনের আঞ্চলিক এরিয়া ম্যানেজার মাসুদ আলী বক্তব্য রাখেন। সভায় জেলার ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ২ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

ডাঃ বেলাল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভা, অপসোনিন ফার্মাসিউটিকেল এর সাইন্টিফিক সেমিনার এবং বিডিএমএর নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি শফিকুল ইসলাম বেবু উপদেষ্টা বিডিএমএ কুড়িগ্রাম জেলা শাখা।
বিশেষ অতিথি আশরাফ আলী, অতিরিক্ত পিপি করে গ্রাম জেলা জজ কোর্ট মোঃ মাসুদ আলী , রিজিওনাল ম্যানেজার অপসোনিন ফার্মাসিটিকউটিকেল।
বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক ডাঃ রশিদুল ইসলাম মন্টু, ডাঃ গোপাল চন্দ্র সরকার, ডাঃ ফরিদেন্দ্রনাথ সরকার প্রমুখ।
সভা পরিচালনা করেন ডাঃ ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *