উত্তরখান প্রতিনিধিঃ

আজ উত্তরখান চাঁনপাড়ায় মাদক, জুয়া ও চুরি বিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি,এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল হক এবং ওসি (তদন্ত)। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরি সমাজের জন্য মরণব্যাধি। সবাইকে একসঙ্গে এগিয়ে এসে এই অপসংস্কৃতি রোধ করতে হবে।
র‍্যালি শেষে পথসভায় সমাজের সচেতন নাগরিকরা মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *