মোঃ ইকরাম কাজী ক্রাইম রিপোর্টার ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে দ্রুত বিচার আইনের দুটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি দ্রুত বিচার আইনের মামলায় হাবিবুর রহমান লাবলু ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ওই বছরের ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে তার পক্ষে আয়োজিত এক জনসভায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন, যেখানে হাবিবুর রহমান লাবলু ৩ নম্বর আসামি ছিলেন।

হাবিবুর রহমান লাবলু একসময় বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন। তবে প্রায় দশ বছর আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং পরপর দুইবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *