মোঃ জাহিদ হাসান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” — এমন প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী’তে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয়ের সামনে থেকে বাধ্যযন্ত্রসহ বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পটুয়াখালী শাখা।

বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,

বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ তারেক হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির মৃধা, সাধারন সম্পাদক নাসির খন্দকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ গতিতে যান চালনা করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।

বক্তারা আরও বলেন, অনেকে এখনও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে পারে না। তাই সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *