নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের পেঁয়াজের দাম কম থাকায় চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন। নতুন পেঁয়াজ উত্তোলন শুরু হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কম হওয়ায় তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে প্রায় দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
চাষিরা জানান, বিঘাপ্রতি পেঁয়াজ চাষে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয় এবং ভালো ফলন হলে ৭০-৮০ মণ পেঁয়াজ উৎপাদিত হয়। বর্তমানে বাজারে প্রতিমণ পেঁয়াজ ৯০০ থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা খরচের তুলনায় কম। চাষিদের মতে, প্রতিমণ পেঁয়াজের দাম অন্তত ২০০০ টাকা হলে তারা লাভবান হতেন।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, এ বছর বীজের দাম বেশি এবং অধিক সেচের প্রয়োজন হওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। নিজস্ব জমিতে উৎপাদন ব্যয় প্রতিমণ প্রায় ৯০০ টাকা এবং লিজ বা বর্গা জমিতে ১৩০০ টাকার কাছাকাছি। মৌসুমের শুরুতে দাম কম থাকলেও পরবর্তীতে দাম বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের নিকট হতে ন্যায্যমূল্যে পেঁয়াজ ক্রয়ের উদ্যোগ নেবে বলে আশাবাদী।