রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আবু বকর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত প্রায় ৩টা ৩০ মিনিটে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়ের কান্দি গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ভোর রাতে আবু বকরের সঙ্গে স্ত্রী মর্জিনা বেগমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু বকর রান্নাঘরে থাকা ধারালো বটি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
মর্জিনার আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি নিথর হয়ে পড়েছিলেন। গ্রামের লোকজন আবু বকরকে আটক করে গণধোলাই দেয় এবং পরে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করে।সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মর্জিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী আবু বকরকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, আবু বকর প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন এবং পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। এই হত্যাকাণ্ডে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।হঠাৎ এ হত্যাকাণ্ডে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মর্জিনা বেগম দুই সন্তানের জননী ছিলেন। তাদের চোখের সামনে মায়ের এমন করুণ মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আবু বকরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পারিবারিক কলহকেই এ হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
