রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ফরিদপুর শহরে ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের বিভিন্ন মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), শহরের লালন নগর বস্তি এলাকার হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই এলাকার লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২)ইয়ামিন শেখ (১৯), শহরের লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)

এ ছাড়া অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন,

“শুক্রবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান চলমান থাকবে।”

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *