ফরিদপুর প্রতিনিধিঃ

দেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরিদপুর জেলা প্রতিনিধি আনিসুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক আনিসুর রহমান জানান, সকালে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে একটি বাড়ির দেয়াল ও ভবন ভাঙচুর করছিলেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছবি তুলতে গেলে হঠাৎ করে কয়েকজন হামলাকারী তার উপর চড়াও হয়। তারা বেধড়ক মারধর ও কিলঘুষি দেয়, এতে তিনি আহত হন।

তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ওই বাড়ি ঘিরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আনিসুর রহমান অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোবাইল সেটসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, “আমাকে যেখানে পাবে সেখানে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়েছে হামলাকারীরা। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *