ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক বদর উদ্দিন ফকির (৬৯) নামে এক
রিকশা চালক
মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমানিক ৫ টায় উক্ত রিকশাচালক বদর উদ্দিন ফকির (৬৯)
পিতা মৃত করিম ফকির
সাং ভাটি লক্ষ্মীপুর ১৮ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা ভাড়ায় রিকশা চালাতে বের হয়। এ সময় তিনি কোতোয়ালি থানার সোনালী ব্যাংকের সামনে অজ্ঞাত নামা একটি বাসের ডালা খুলে
মালামাল নামানোর সময় রিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে ৫,৪৫ মিনিটের সময় বাসের ডালার সাথে সজোরে ধাক্কায় গুরুতর অসুস্থ হয়।
অসুস্থ অবস্থায় রিকশাচালক বদরুদ্দিনের নাতি মাহমুদুল হাসান (২৫) তার চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুর জেনারেল হাসপাতালের ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৬-৩০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং হাসপাতালে ভর্তি হন।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭,৩০ মিনিটে কর্তব্যরত ডাক্তার বদরউদ্দিন কে মৃত ঘোষণা করেন। এরপর সংবাদ পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন
এ ব্যাপারে কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১১৪ তারিখ ১৬/১০/২০২৫।
