মিজানুর রহমান রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লাকে(৩২) সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গতকাল ৯জানুয়ারি বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে টেকনোয়াদ্দা এলাকার বুলু মিয়া(৩৫), আব্দুল হমিদ, ইউসুফ আলী ও মনির হোসেন(২৫) এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। যুবদল নেতা রাসেল মোল্লা মাদক ব্যবসায় বাধা প্রদান করায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গতকাল বৃস্পতিবার বাড়ি ফেরার পথে উপজেলার মাইজপাড়া এলাকায় পৌঁছিলে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের নেতৃত্বে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসেল মোল্লাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীরা রাসেল মোল্লার প্যান্টের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রাসেল মোল্লা বাদী হয়ে ৫জনকে নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *