মোঃ নুরুল আলমঃ

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাধীন গোরস্থান সরই খালের উপর নির্মিত দীর্ঘ ৫০ বছর পুরাতন রাবার ড্রাম।কৃষি সেচ প্রকল্পই হল অত্র এলাকার সাধারণ কৃষকদের কৃষি উৎপাদনের একমাত্র অবলম্বন। কিন্তু সাম্প্রতিক অভিযোগ উঠেছে যে শফি গংদের নেতৃত্বে প্রহরচান্দা টঙ্গাবতী বন বিটের আওতাধীন ঐতিহ্য বাহী সরই খালের উপর অবৈধভাবে পাহাড় কেটে বাঁধ সৃষ্টি করে, নদীর গতিপথ পরিবর্তন করায় প্রয়োজনীয় পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক সাধারণ কৃষকরা। সারজমিনে গিয়ে জানা যায় মোঃ শফিক উদ্দিন, মোঃ বেলাল উদ্দিন, মোঃ আবু মিয়া, মোঃ সেলিম গংরা প্রহরচান্দা মৌজার টঙ্গাবতী বিট কর্ম কর্তার সহযোগিতায় পাহাড় কেটে বাঁধ নির্মাণ করেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *