মাহফুজ মন্ডল, ঢাকাঃ

“ঢাকাস্থ কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি” নীলফামারী-এর উদ্যোগে ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা’ শীর্ষক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফুজার রহমান মণ্ডল (সাহিত্যিক, সম্পাদক ও সংগঠক) -এর সভাপতিত্বে
আলোচনা পর্বে বক্তারা বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের সেচ্ছলতা বৃদ্ধি, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, এই মিলনমেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতুবন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *