মোঃ মিঠু মিয়া গাইবান্ধাঃ

গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে ১নংওয়ার্ডে রেজিয়া মার্কেট । প্রধানের বাজার। মোঃ নজরুল ইসলাম (৫০) পিতা মোঃ কাচু মিয়া সাথে ,জমির জমা সংক্রান্ত জের ধরে সন্ত্রাসী হামলা ,,সন্ত্রাসী মোঃ মশিউর রহমান, মোঃ হাবিজার, মোঃ লেলিন, বাবু মিয়া, আব্দুল হাই,প্লাবন ,
অভিযোগ সূত্রে জানা যায় ,,বাবু মিয়া একজন

ভূমিদস্য হিসেবে পরিচিত এলাকায়।সে
গায়ের জোরে অন্যভাবে জমি দখলের পাঁয়তারা করেন ঘটনা তারিখ ২৪/০১/২০২৫/ইং আনুমানিক সকাল ১০ঃ৩০ঘটিকার এক পর্যায়ে আসামি মশিউর রহমান ধারালো ছুরি দিয়ে হত্যায় উদ্দেশ্যে মাথার মাঝখানে চোট মারে। এতে গুরুত্বর হাড়কাটা রক্তাক্ত যখন হয়
মোছাঃ শাহানা আক্তার
গুরুতর আহত।পরে স্থানীয়রা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন

ভূমিদস্য মশিউর রহমান, লেলিন ,বাবু মিয়া ,জমিতে সেই সাথে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে সংকটময় জীবন-যাপন করছি। ভুক্তভোগী মোছাঃ শাহানা আক্তার ও তার পরিবার,তাই প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *