মোঃ জাহেদুররহমাননরসিংদীঃ
আজ রবিবার ১৬ ই ফেব্রুয়ারী নরসিংদীর মনোহরদীতে চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে এ ঘটনা টি ঘটে।নিহত রাসেল মিয়া (৩৬)চালাকচর বাজারের রাসেল টেলিকমের মালিক ও উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মো.মাইনউদ্দীন এর ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মোল্লা বাড়ীর মফিজ মুহুরির বাড়ীর পাশ্বে একশিশু বিবস্ত্র অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
পরে স্থানীয়রা এসে রাসেলের লাশ দেখতে পেয়ে মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ এর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পরকীয়া প্রেমের সুত্র ধরে গতকাল রাতেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। লা*শ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।