রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার গাজিরট্যাক ইউনিয়নের চরসর্বান্দিয়া গ্রামের মোঃ ছাদেক ফকিরের নামে জোরপূর্বকভাবে জমি দখলের অভিযোগ উঠেছে।জোরপূর্বকভাবে জমি দখল করে নিজের সার্থ হাচিল করছে মোঃ ছাদেক ফকির ভূমি দখলের ভূক্তভোগি মনোরুদ্দীন ফকির ও সাধারণ জনগন। ‍নিজের পৈত্রিক ভিটা জোরপূর্বক ভাবে দখল করে নিয়েছে ভূমি খেকো মোঃ ছাদেক ফকির বলে অভিযোগ দায়ের করেন মনোরুদ্দীন ফকির । ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলার অন্তর্গত ৯নং চরসর্বান্দিয়া গ্রামের বাসিন্দা মনোরুদ্দিন ফকির । ৯নং চরসর্বান্দিয়া মৌজার বিএস ১৮৮ নং খতিয়ানের বিএস ৫৭২ নং দাগের ১৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে পেয়ে থাকেন তিনি। তিনি তার উক্ত পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি নির্মান করিয়া দীর্ঘদিন যাবত বসবাস করিতেছে। ভূমি খেকো মোঃ ছাদেক ফকির ও তার বোন কমেলা বেগম জোরপূর্বকভাবে তাহার উক্ত জমিতে ঘর উত্তলোন করিতে চায় ফলে মনোরুদ্দীন ফকির তাদের ঘর উত্তলোন করায় বাধা প্রদাণ করতে গেলে ভূমি খেকো মোঃ ছাদেক ফকির ও তার বোন কমেলা বেগম তাদের মারধর করতে আসে এবং যাহাতে তারা স্বপরিবার নিয়ে উক্ত পৈত্রিক সম্পত্তি ছেড়ে চলে যায় তাহার জন্য বিভিন্ন ধরনের হুমকি – ধামকি ‍দিয়ে থাকে । তথ্য সংগ্রহের সূত্রে সরেজমিনে গিয়ে পরিদর্শন করায় জানা যায় যে উক্ত মৌজার বিএস ১৬৭ ও ১৮৮ নং খতিয়ানের বিএস ৫৭৩ ও ৫৭২ নং দাগের জমি আইল / সীমানা লইয়া ভূমিখেকো মোঃ ছাদেক ফকির ও তার বোন কমেলা বেগম মনোরুদ্দীন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হেনস্তা করার লক্ষ্যে ও জমিটি জোরপূর্বকভাবে আত্তসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন কোর্টে অনেকগুলো মামলা দায়ের করে এবং উক্ত জমিনিয়ে বেশ কয়েকবার এলাকার উল্লেখযোগ্য বেক্তিদের ‍নিয়ে আলোচনা সভা হয়ে থাকে যার প্রমান স্বরুপ শালিসনামা ও রয়েছে। স্থানিয় কাউস্নিলর মোঃ মাসুদ সেখ, চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী , সাবেক চেয়ারম্যান মোঃ আজিক শেখ এর পুত্র মোঃ মামুন শেখ , সার্ভেয়ার মোঃ ফারুক তাদের সাথে আলোচনা সাপেক্ষে জানা যায় মনোরুদ্দীন ফকির অত্যন্ত সৎ একজন ব্যক্তি এবং নিতান্তই তিনি একজন ভুক্তভোগী ।তারা বলেন ‍আমরা এই পর্যন্ত অনেক চেষ্টা করেছি তাদের সমস্যা সমাধার কারার জন্য। কিন্ত মোঃ ছাদেক ফকির ও তার বোন কমেলা বেগম মানতে রাজি নন। সাধারণ জনগনকে জিঙ্গাসাবাদ করায় তারা বলেন যে ভূমিখেকো মোঃ ছাদেক ফকির ও তার বোন কমেলা বেগম প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারেনা। ফলে তারা তাদের মত করে অপরাধমূলক কার্য পরিচালনা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *