মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁওঃ

টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) “স্মার্ট ফ্যামিলি কার্ড” নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। এই নিয়ে টক অফ দ্য টাউনে পরিনত উপজেলাজুড়ে । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রব্বানী পারভেজ নামের এক শিক্ষকের দিনমজুর দেখানো স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি। যার কার্ড নাম্বার ৯৪৮৬০৫৫০০০৫৬৭। সে কার্ডে দেখানো হয়েছে তিনি একজন দিনমজুর। আসলে তিনি কোন দিনমজুর না। তিনি হলেন রাণীশংকৈল উপজেলার চাপোর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়াও যাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরীয়ান জাহাঙ্গীর আলম, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী (কেরানী) গোলাম রব্বানী, হরিপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফা এর টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা সকলেই রাণীশংকৈল পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
বেশিরভাগ উপকারভোগীরা বলছেন এই কার্ড গুলো কিভাবে হয়েছে তারা তা জানেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন ভোটার আইডি ও ছবি কাউন্সিলর তার নিকট চেয়েছিলো তিনি তাকে দিয়েছিলেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে সাবেক পৌর মেয়র, কাউন্সিলরা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিভিন্ন ভাবে সমন্বয় করে এমন আরও অনেক সচ্ছল পরিবারের তালিকা করেছেন। যাদের নামেও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, এমন অনেকেই আগে থেকেই স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছিলেন। বিষয়টি আমাদের নজরে এসেছে । আমরা জেনেছি। তাদের কার্ডগুলো সংশোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *