মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ মসজিদের টাকা হোষ্টেল মেরামতের কাজে লাগানোয় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এছাড়াও ইন্সটিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সি একাধিক দিন অনুপস্থিত থেকেও একদিনে উল্লেখিত অনুপস্থিত দিনের হাজিরা সহি করার অভিযোগ উঠেছে। ৯ মার্চ রোববার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানাকে পাওয়া না গেলে কথা হয়, সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সির সাথে। মসজিদ ফান্ড থেকে ৯ হাজার টাকা নিয়ে হোষ্টেলের পয়: নিস্কাসনের মেরমতের কাজ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। অনুপস্থিত থেকেও পরে হাজিরা শীটে সহি করার ব্যাপারে তিনি বলেন, আমি সব সময় অফিসে উপস্থিত থাকি; তবে কোন সময় মনে না থাকার কারণে হাজিরা শীটে সহি করা না হতে পারে। এছাড়াও এর আগে পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেননা বলে জানান। এত বড় একটি প্রতিষ্ঠানে সামান্য হোষ্টেল মেরামতের কাজে মসজিদ ফান্ড থেকে টাকা নেওয়ায় মুসল্লিদের মধ্যে বিভিন্ন ধরনের কথা উঠছে। এ ব্যাপারে ১০ মার্চ সোমবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানার সাথে কথা হলে তিনি জানান, ঐ সময় সমস্যা থাকায় মসজিদ ফান্ড থেকে ধার নিয়ে হেষ্টেলের কাজ করা হয়েছে। আজ ধারের টাকা ব্যাংকে জমা হয়েছে বলে জানান। এই প্রতিষ্ঠানের সকলকে খুবই বিজি থাকতে হয়; অমানুষিক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এক-আধদিন সহি করতে ভুলেই যেতে পারেন। তবে এটা আমাদের কাস-১ অফিসারদের বেলায় তেমন কিছু না। পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এর আগের হায়দার স্যারের আমলের আমি এ ব্যাপারে কিছু জানি না। ইতিপূর্বেও মসজিদ ফান্ডের টাকা নিয়ে জমা করা হয়নি প্রসঙ্গে তিনি কিছু জানেনা বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *