ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর গোলাম হায়দার (৬০) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (২ জুন) রাত ৩টার দিকে কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ হোসেনসহ (৪৫) আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানার এসআই মো. আমিরুল ইসলাম জানান, কোদালিয়া-শহীদনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাজু মোল্যা বাদী হয়ে মেজর (অব.) হায়দার ও ফরহাদ হোসেনের নামে চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

এসআই আমিরুল আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *