ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা (১৮)-এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ভবুকদিয়া এলাকায় নিজ বাড়ির পাশে রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

বৈশাখী ইসলাম বর্ষা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

ভুক্তভোগী বর্ষা জানান, “আমি বিকেলে বাড়ির পাশে হাঁটছিলাম, হঠাৎ কয়েকজন এসে আমাকে গালিগালাজ করতে শুরু করে এবং একপর্যায়ে মারধর করে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এক বিবৃতিতে বলেন, “আমাদের সংগঠকের ওপর হামলা একটি কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করছি।”

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *