ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।”
জানা গেছে, ছাত্র অধিকারভিত্তিক সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা সম্প্রতি একটি সাংগঠনিক সফরে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় যান। সেখানেই স্থানীয় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ছাত্র সংগঠন বর্ষার ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায়। স্থানীয়ভাবে অভিযোগ ওঠে, হামলার ঘটনার পরপরই থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশের পক্ষ থেকে গড়িমসি করা হয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে অবহেলা করা হয়। এই প্রেক্ষাপটেই থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি।