নাজমুল আহসান পাইকগাছাঃ
পাইকগাছা উপোজেলা কপিলমুনি ইউনিয়নে কাশিমনগর গ্রামে জমি নিয়ে অভি দাসের উপর হামলা হয়।
গুরুতর অবস্থায় পাইকগাছা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন, তিন জন, বিশ্বজিৎ দাশ(৩৮) অভি দাস(২৭) মন্টুদাস (৫৫) শান্তি রাম দাস ( ৫৮) সাং : কাশিমনগর ডাকঘর কপিলমুনি থানা পাইকগাছা জেলা খুলনা।
নিম্ন তপশিল বর্ণিত সম্পত্তি আমাদের পূর্ব অধিকারী কিনা মূল্য প্রাপ্ত সম্পত্তি। এই জমির বিষয় নিয়ে
শুক্রবার ১০ ঘটিকা সময় গ্রাম্য ভাবে বসাবশি করেন, এবং তপশীল বর্ণিত সম্পত্তি কিনা যার দাগ নং ১৮১৮ জমির পরিমান ২৯ ও ১৮১৭ দাগে ২৫ শতক । কিনা জমী বাদী জমির জরিপ এস খতিয়ান অনুযায়ী মেপ দেখে মাপ জপ করেন এবং এলাকাবাসী নিয়ে। এতে সবাই মেনে নেন। সেই কারনে
শনিবার ৭/১২/২০২৪ তারিখে তার পরিবারে সকল লোক জন নিয়ে জমি তে যায় । আনুমানিক ১২:১৫ মিনিটে হঠাৎ করে অধির দাস (৫২) জমিতে দিকে লোক জন নিয়ে বাদী পক্ষ কে বাধা দেন,।
অধির দাস (৫২) প্রকাশ দাস (২৮) মাদার দাস( ৪৮) সহাদেব (২৬) মুকুন্দ দাস (২৫) সকেন দাস (২০) সহ আর আনেক লকবল নিয়ে যায়। দুর্বৃত্তরা জমি দখল করতে যায় এবং সেখানে যেয়ে কনো কিছু বলার আগে অভিদাস উপর একাধিক ভাবে মাথায় বাড়ি মারেন প্রকাশ দাস ও অধির দাস এবং হামলা করেন এবং মাথায় রড দিয়ে আঘাত করেন এবং মর্মান্তিক গ্রুপের রক্তক্ষরণ হয়। অভিকে বাচাতে গিয়ে আরো তিন জন আহত হয়। যারা বাধা দিতে গেছে তাদের কেও, রড, বাঁশের লাঠি ও দেশিও অশ্র এবং ধরালো অস্ত্র দা নিয়ে হামলা করেন। অভি কে উদ্দেশ্যে করে মেরেফালা জন্য যায়, এবং অভি কে যার বাচাতে গিয়ে ছিলো তাহাদের কে মর্মান্তিক ভাবে মারেন। অভি দাসের মথায় আঘাত করেন এবং মর্মান্তিকভাবে রক্তক্ষরণ হয় সাথে সাথে পাইকগাছা উপোজেলা
স্বাস্থ্য কমপ্লেস ভর্তি করেন এবং ডাক্তার গুরুতর মর্মান্তিক অবস্থা দেখে
খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা করার জন্য প্রেরণ করেন । এবং পাইকগাছা থানা একটি এজার মামলা দায়ের করেন বিশ্বজিৎ দাস (৩৮) পিতা মৃত হরি পদ সাং কাশিমনগর ডাকঘর কপিলমুনি থানা পাইকগাছা জেলা খুলনা এন আই ডি নং ১৫৯৪১২২০৩৩৭৪০এবং প্রশাসনের দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন সুষ্ঠু বিচার পাওয়ার জন্য।