মো: আকিদুল ইসলাম রুমন ফরিদপুর:
আজ ১১ জানুয়ারী (রোজ শনিবার) জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার উদ্দ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারকে রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে বিশাল জন সচেতনামূলক জনসভার আয়োজন করে। এই জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড : মোদ্দারেস আলী ইছা প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম – আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন – আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, এবি সিদ্দিক মিতুল, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা যুগ্ন – আহবায়ক জেলা বিএনপি উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি রাজিব হোসেন ও সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণত সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তারা গনতন্ত্র পুনরুদ্ধারে জনাব তারেক রহমানের প্রাস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তারা আরও বলেন বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ আওয়ামীলীগ বাংলাদেশের গনতন্ত্রের কবর রচনা করেছেন এবং ক্ষমতার লোভে অন্ধ হয়ে গুম, খুন, ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার লুন্ঠন করেছেন এজন্য দেশের মানুষ যাতে আবার ভোটাধিকার পায় এজন্য আগামীর দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার উপর গুরুত্ব আরোপ করেন।