রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মোঃ আলমগীর হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে আলমগীর হোসেন নিজ গ্রামের রামদিয়া এলাকায় নিজের কৃষি জমিতে কীটনাশক দিতে যান। কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেন বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *