ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা–সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক এবং উপজেলার যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে একটি প্রগ্রামে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় স্থানীয় গ্রামের ভেতর থেকে উঠে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চারজনই আহত হন।
পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলচালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিক্ষকের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী — আসিবুল ও শাহিন — প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, “শিক্ষক ইব্রাহিমকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। গুরুতর আহত আরেকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”