মেহেদি হাচান ফরিদপুরঃ
“আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়”। দিবসটি উপলক্ষে আজ (তারিখ) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় (সভাস্থানের নাম) এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (প্রধান অতিথির নাম ও পদবী)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন (বিশেষ অতিথিদের নাম ও পদবী)।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমান সুযোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠায় অবদান রাখা কিছু ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক সেমিনারও অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।