মেহেদি হাসান ফরিদপুরঃ

গণমানুষের সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। বুধবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুম কামাল ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন,
“মানুষের জন্য কিছু করতে পারাটাই আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। আমার বাবা কামাল ইউসুফ আজীবন সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে আমরা এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।”

চক্ষু ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অনেক রোগীকে পরবর্তী পর্যায়ে সার্জারি বা উন্নত চিকিৎসার জন্য পরামর্শও প্রদান করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী একজন বয়স্ক রোগী জানান,
“চোখে অনেকদিন ধরে ঝাপসা দেখতাম, এখন পরীক্ষা করে চিকিৎসা পেলাম। এই আয়োজন আমাদের মতো দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ।”

এই ক্যাম্পে ফরিদপুর শহর ও আশেপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেকেই পরিবারসহ এসে সুবিধা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি। প্রেসক্লাব মিলনায়তনের ভেতরে ও বাইরে স্বেচ্ছাসেবকদের তৎপরতা ক্যাম্পটিকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করেছে।

কামাল ইউসুফ স্মৃতি সংসদের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে জেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *