ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে জামায়াতে ইসলামীর রাজনীতি ও তাদের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, জামায়াত এখন সরকারের গোপন হাতিয়ার হিসেবে কাজ করছে। তারা বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত ও দুর্বল করার চেষ্টা করছে। তাই দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের এই সময়ে জামায়াতের ফাঁদে না পড়ে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান বলেন, “জামায়াত অতীতে যেমন বিশ্বাসঘাতকতা করেছে, এখনো সেই পথেই চলছে। তারা বিএনপির নাম ব্যবহার করে আন্দোলনের মাঠে বিভ্রান্তি তৈরি করছে। জনগণকে আমরা সতর্ক থাকতে বলছি।”
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি মো. খালেদুর রহমান, যুবদল নেতা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করছে—এই লড়াইয়ে কোনো প্রকার ভেতরের ষড়যন্ত্র বা ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
সভা শেষে দলীয় নেতারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ফরিদপুরের সর্বস্তরের জনগণকে “জামায়াতের ষড়যন্ত্র থেকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার” আহ্বান জানান।