ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর, ১১ মার্চ: সারাদেশের মতো ফরিদপুরেও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সমাজকর্মী জেবা তাহাসিন, শিক্ষিকা তানিয়া আহমেদ, মোঃ আশিক, এবং ফরিদপুরে ধর্ষণের শিকার এক শিশুর মা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন এবং তাদের বক্তব্যে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, যাতে সমাজে এ ধরনের অপরাধ কমে আসে। তারা আইনের দ্রুত বাস্তবায়ন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ফরিদপুরের মানুষ একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং কঠোর শাস্তির দাবিতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।