ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের পদ্মা নদীতে ভেসে আসা এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর ওপাড়ে চর এলাকার কবিরপুর খেয়া ঘাট দিয়ে ভেসে যাওয়ার সময় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছরের মধ্যে। তার গায়ে সাদা রঙের একটি স্যান্ডো গেঞ্জি এবং পরনে কমলা রঙের হাফ প্যান্ট ছিল। এছাড়া শিশুটির ডান পায়ের গিরায় কালো কাপড় পেচানো অবস্থায় দেখা যায়।

গ্রামপুলিশ হজরত চৌধুরী জানান, “উজান দিক থেকে (রাজবাড়ী, দৌলতদিয়া এলাকা) মরদেহটি ভেসে আসে। আমরা প্রথমে দেখতে পাই এবং নদী ভাঙ্গন রোধে কাজ করা শ্রমিকদের সহায়তায় মরদেহটি তীরে তুলি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা বলেন, “মরদেহটি উদ্ধারের পর আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানাই। এখন পর্যন্ত শিশুটিকে এলাকাবাসীর কেউ শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, মরদেহটি রাজবাড়ীর মজলিসপুর, ধোলাই বা দৌলতদিয়া এলাকা থেকে ভেসে আসতে পারে।”

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “স্থানীয়রা নদীতে ভেসে আসা একটি শিশুর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *