ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে একটি পরিত্যক্ত দো নালা বন্দুক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (স্থানীয় সময় বেলা ১১:৪৫ মিনিট) ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই আবু কাওসার সবুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গুহলক্ষ্মীপুর ম্যাটস-এর স্টাফ ভবনের দোতলার ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দো নালা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হলেও এটি কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।