মোঃ আকিদুল ইসলাম ফরিদপুরঃ

ফরিদপুরের কানাইপুরে প্রতিপক্ষের নির্যাতনের শিকার হয়ে ওবায়দুর খান (২৮) নামে এক যুবকের নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই রাজিব খান।

নিহত ট্রাক্টরচালক ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান ওবায়দুর। এ সময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালায়। তার দু’চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাম পা ভেঙে ফেলা হয়। এ সময় খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়।

ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহিরা হোসেন জানান, ‘ওবায়দুরের দু’চোখ ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার বাম পা ভেঙে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান জানান, ‘যতটুকু জেনেছি ওবায়দুর পুলিশের ইনফর্মার হয়ে কাজ করার কারণে তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *