ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে চৈতি (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে ফরিদপুর শহরের ধলার মোড় এলাকায়।
নিহত চৈতির পিতা আজমত পরামানিকের বাড়ি ফরিদপুরের দক্ষিণ টেপাখলায়।
চৈতির ছোট ভাই মুবিন জানান, বিকেলে তার বোন ধলার মোড়ে ঘুরতে যান। পরে রিকশায় করে বাড়ি ফেরার পথে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায়। এতে চৈতি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক চৈতিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।