রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার রঘুনাথপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ অন্যান্য সামগ্রী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে সেনাবাহিনী সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। পাশাপাশি জনগণকে এসব অপরাধ দমনে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *