ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের (৪৫) পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে গিয়ে নিহত শিক্ষকের পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় তিনি পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন,
“ইব্রাহিম মাস্টার ছিলেন সালথার একজন সম্মানিত শিক্ষক ও সমাজের প্রিয় মুখ। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান মানুষকে হারালাম। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত নসিব করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দিন।”
পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন,
“সালথা উপজেলার কাগদী গ্রামের প্রিয়মুখ, সবার শ্রদ্ধার মানুষ ইব্রাহিম মাস্টার আজ ১৯ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”
উল্লেখ্য, রবিবার সকাল ১০টার দিকে সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম শেখ নিহত হন। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।