রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০), সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিএম লাইন নামের একটি পরিবহনে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গামাটির কাউখালী থানার মানিকছড়ি এলাকার বাত্ত্যা চাকমা (৪০), দক্ক চাকমা (৪৫), সপ্না দেবী চাকমা (৩৫) ও বাদী চাকমা (৪২)।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *