রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা কামরুজ্জামান, অধ্যাপক আলতাফ হোসেন।

গণসমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফরিদপুরকে দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। তারা বলেন, ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি, বরং নানা ষড়যন্ত্রের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে।

বক্তারা আরও বলেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়িত হলে এখানে ব্যাপক শিল্পায়ন হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিকভাবে ফরিদপুরের মানুষের জীবনমান উন্নত হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ফরিদপুর বিভাগ বাস্তবায়নে বাধা দিচ্ছেন, তাদের পরিণতি হবে ভয়াবহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। বক্তারা ঘোষণা দেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *