রাজিব আহমেদ (রাজু) ফরিদপুরঃ
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপি।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। তিনি বলেন, “ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর একটি মহল মিথ্যা অপবাদ ছড়িয়েছে। আমরা এর নিন্দা জানাই। বাবুল কেটে নেওয়া ইউনিয়নগুলো ভাঙ্গার মধ্যেই রাখার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।”
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, “নির্বাচন কমিশনকে আহ্বান জানাই—ফরিদপুর-৪ আসনের সীমানা অটুট রাখুন। শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, প্রচার সম্পাদক মির্জা ইমরানসহ কৃষক দল ও যুবদলের নেতাকর্মীরা।