মিঠুন পাল,পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কুদ্দুস সিকদার এর হাতে ভাতিজা শামিম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শামিমের জানাজা নামাজ শেষে উত্তেজিত জনতা হত্যাকারীর ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

নিহত শামিমের জানাজা তার নিজ গ্রাম রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গ্রামারোদন গ্রামে রোববার সকালে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা কুদ্দুস সিকদারের বাড়ির দিকে এগিয়ে যায় এবং স্লোগান দিতে থাকে, “হত্যাকারীদের ফাঁসি চাই!” একপর্যায়ে উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে কুদ্দুস সিকদারের নির্মাণাধীন বসতঘর পুড়িয়ে দেয়। এ সময় জনতা বিক্ষোভ মিছিল থেকে দ্রুত হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি আগুন পুড়ে কয়লা হয়ে যায়। গলাচিপা থানার (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কুদ্দুস সিকদার, তার ছেলে এনামুল ও স্ত্রী রেহেনা বেগমের হামলায় শামিম মিয়া গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে শামীম এর বাবা অজেদ সিকদার ও রেজাউল সিকদার। এর মধ্যে অজেদ সিকদারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। শামীম এর মৃত্যুতে তার নাবালক দুই শিশু এতিম হয়েছে। এ ঘটনার পর, শামিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *