ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংস্কার সমাজ কল্যাণ সংঘ ও স্টার লিডার একাডেমির উদ্যোগে দেশব্যাপী শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কানাইপুর স্টার লিডার একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্টার লিডার একাডেমির পরিচালক সানজাউর রহমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ও সাংবাদিক জাহিদুল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সমাজের সকলের দায়িত্ব। দ্রুত বিচার ও কঠোর শাস্তি না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

মানববন্ধনে উপস্থিত সবাই শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *