কক্সবাজার থেকে:নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ২৮ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় জাতীয় মহাসমাবেশ সফল করার উপলক্ষে প্রস্তুতি ও টেকনাফ উপজেলা কমিটির কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ডিসেম্বর ২০২৪ইং রোজ শনিবার বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা কমিটির সহ-সভাপতি আজিজ উল্লাহ আজিজ,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আজিজ,অর্থ সম্পাদক নুরুল আবছার,প্রচার সম্পাদক জসিম উদ্দিন ইমন,দপ্তর সম্পাদক আনোয়ার কামাল,নির্বাহী সদস্য ফরহাদ রহমান,নুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন,ফটোগ্রাফার সালা উদ্দিন সহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সভাপতি নুরুল হোসাইন বক্তব্যে বলেন,
প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশে ২১ দফা দাবী সফল করে তোলার আহবান জানান।

সভার শেষে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করার জন্য ১টি আহবায়ক কমিটি ঘোষনা দেন সংগঠনের সভাপতি নুরুল হোসাইন। কমিটিতে আহব্বায়ক হলেন ফরহাদ রহমান,যুগ্ন আহব্বায়ক আজিজ উল্লাহ আজিজ ও নুরুল আবছার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *