মোঃ আজগার আলী সাতক্ষীরাঃ

সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও ১ ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে। এসময় ওই ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
সেই সাথে জব্দ করা হয় ইজিবাইকটি। ১ ভারতীয় নাগরিকসহ মদ বহনকারী ৫ ব্যক্তিকে পুলিশ আটক করে। এরা হলো: যশোর কোতয়ালী থানার নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস (৪৩), পটুয়াখালির মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী (২৫), বরগুনার তালতলি থানার সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা (২৪), সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাঁতিপাড়ার গোলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস (৫০)।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *