কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে আজ সকালে স্থানীয় পুলিশ, প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক সাহেবের নির্দেশে সফিপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সফিপুর বাজার বনিক সমিতির প্রাক্তন সেক্রেটারি জনাব আলহাজ্ব আমিরুল ইসলাম লিংকন সবাইকে সচেতন করতে সারা বাজারের নিজে মাইকিং করেন।
সফিপুর বাজারে মানুষের অত্যাধিক ভীড়ে করোনা সংক্রমণের অনেক ঝুঁকি থাকায় তার উদ্যোগে সফিপুর বাজারকে সাময়িকভাবে বিভক্ত করে কিছু অংশ সফিপুর মিস্কা রাইস মিলে স্থানান্তর করা হয়।
তিনি সকলকে নিরাপদ দূরত্ব মেনে বাজার করতে এবং বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্থা মেনে চলার আহ্বান জানান। তার বক্তব্য অনুযায়ী, এখন প্রায় সব এলাকা গুলোকে লকডাউন করা হয়েছে কিন্তু বাজার এখনো খোলা আছে। তাই সেখানে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশী। সফিপুরের সকল স্তরের জনগণের কথা বিবেচনা করে তিনি নিজে বাজারে ঘুরে ঘুরে মাইকিং করেন। তিনি আরও জানান, আমাদের দেশের অনেক মানুষই এখনও করোনা ভাইরাস নিয়ে অসচেতন তাই মানুষদেরকে সচেতন করতে তাদের সুন্দর ভাবে বোঝাতে হবে। আর মানুষ করোনার ঝুঁকি বুঝলেই সচেতন হওয়ার মাধ্যমে রক্ষা পাবে এই ভয়াল করোনা ভাইরাস থেকে।