গত বেশ কয়েকদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশ কিছু এলাকার মসজিদে ডাকাতির সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে। তবে পরবর্তীতে এলাকার লোকজন একত্রিত হয়ে বের হলে ডাকাত পালিয়ে যায়।
কালিয়াকৈরের প্রায় পাঁচটি এলাকার মসজিদে ডাকাতির সতর্কতার জন্যে মাইকিং করা হয়। প্রথমে ঘটনাটি সূত্রপাত হয় মাজুখানে, তার পর রতনপুর ও আন্দারমানিকে তবে তা দুদিন আগের ঘটনা। নতুন করে গতকাল রাতে আবার কালিয়াকৈরের চাপাইর এবং বলিয়াদি এলাকায়ও ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে মাইকিং করা হয়।
এলাকাবাসীর মতে, করোনা ভাইরাস লকডাউনে কর্মসংস্থান নেই অনেকেরই। আবার সামনে আসছে রমজান ও ঈদ, তাই অনেকে অভাবে বা স্বভাবের দোষে বেঁছে নিচ্ছে ডাকাতির পথ।
তবে কালিয়াকৈরের যুবসমাজের দাবি, অতিসত্বর কালিয়াকৈরে পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনীর সহায়তায় ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করতে হবে প্রত্যেক এলাকায়। যেখানে পুলিশ বাহিনী প্রতি এলাকার যুবকদের এই দুর্যোগ মোকাবেলার ট্রেইনিং দিবে। যাতে করে কোথাও ডাকাতির আভাস পেলেই পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনীর সহায়তায় এলাকার মানুষেরা ডাকাতদের পাকড়াও করতে পারে।
নিজেস্ব প্রতিবেদক।