অনুপ চক্রবর্তী , সাহিত্য প্রতিনিধি
মনুষ্যত্ব
মনুষ্যত্বের বিবেক, জাগবে তুমি কবে?
মানুষ আর জানোয়ার বন্ধু হয়েছে সবে….
হায়না, বাঘ, সিংহ খায় নিজেদের মাংস
আর রক্ত
কালের পরিক্রমে মানুষ আজ
জানোয়ারদের ভক্ত…..
রাস্তার ধারের পাগলি টা, হয়েছে আজ মা
মেরুদণ্ড থাকা মানুষগুলোর লজ্জা করে
না….
মা- বোনকে দেখে ওরা লালসার চোখে
জানোয়ারের ছাপ আছে মানুষের চোখে
মুখে….
বিবেক- মনুষ্যত্ব বিলিয়ে দিয়ে থাকবি
তোরা কোথায়?
পাপের ফল পৌছে যাবে লুকাবি তোরা
যেথায়….
ফল পাবি, ফল পাবি, পাপের ফল ঠিকই
পাবি….
পাপ তোকে খুঁজে বেড়াবে যেখানেই তুই
যাবি….
যেমন কর্ম তেমন ফল, গেছিস কি সব
ভুলে? মানুষরূপি জানোয়ারদের মুখোশ গেছে
খুলে….
মুখোশ পরে মানুষগুলো অপকর্ম করে
পাগলিটাও আজ পাপের ফল পেটে নিয়ে
ঘুরে….
পুলসি রাতের পুলটা তোরা কেমনে হবি
পার?
সত্যি করে বল তোরা মানুষ নাকি
জানোয়ার?
পরকালের ভয়ে তোরা জপিস কৃষ্ণ নাম
ঘুচবে না তোর পাপের ফল, যতই ঘুরিস
পুন্য ধাম….
পরকালের কথা চিন্তা করে আর বাড়াস না
পাপ
কেমন করে দাঁড়িপাল্লায় করবি রে তোর
মাপ????
ভগবান বা আল্লার ভয়ে নিজেকে মানুষ
কর
লোভ-লালসা ত্যাগ করে শান্তিতে জীবন
পার কর.