মোঃ মেহেদি হাচান ফরিদপুরঃ
০৫ মার্চ ২০২৫: প্রতারণা, নাটকীয় বিয়ে ও মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে অপরাধ আড়াল করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ডাঃ ফারিহা ইয়াসমীন। আজ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে সম্পূর্ণ শরীয়াহ মোতাবেক পারিবারিকভাবে তিনি ও ডাঃ ফারহান তানভীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সংবাদ সম্মেলনে ডাঃ ফারিহা দাবি করেন, বিয়ের আগেই, ১৬ জানুয়ারি ২০২৫ সালে, ডাঃ ফারহান তানভীরের ইচ্ছায় ও বিশেষ অনুরোধে তারা কক্সবাজার ভ্রমণে যান। সেখানে হোটেল নিসর্গে তিন দিন অবস্থান করেন এবং দাম্পত্য সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্কের ফলে তিনি বর্তমানে গর্ভবতী বলে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে ডাঃ ফারহান তানভীর বিভিন্নভাবে তাকে এড়িয়ে যাচ্ছেন এবং মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি আইনি সহায়তা নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, এই প্রতারণার উপযুক্ত বিচার চেয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “আমি একজন শিক্ষিত নারী, আমার সম্মান ও আমার সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য আমি ন্যায়বিচার চাই। আমি চাই না, আর কোনো নারী এ ধরনের প্রতারণার শিকার হোক।”
এই ইস্যুতে ডাঃ ফারহান তানভীরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় সাধারণ জনগণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ডাঃ ফারিহার বক্তব্যকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।