ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল (৭৬) এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে তার মৃতদেহ ফরিদপুরে নিয়ে আসা হয়। বাদ আসর কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, আত্মীয়-স্বজন ও সাধারণ জনগণ অংশ নেন।
জানাজা শেষে মরহুমাকে ফরিদপুরের ময়েজমঞ্জিলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাকে তার স্বামী, প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবরের পাশেই শায়িত করা হয়।
চৌধুরী শায়লা কামালের মৃত্যুতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, চৌধুরী শায়লা কামাল ছিলেন একজন সমাজসেবী এবং দানশীল ব্যক্তিত্ব। তার মৃত্যুতে ফরিদপুরবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারালো।