ফরিদপুর প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটায় ফরিদপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে ফিরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলার সভাপতি মাওলানা কবির হোসেন। ইংরেজি ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী ফারহান সাদিক নুর। এছাড়াও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী মানবিক ও বিবেকবান বিশ্ব গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় প্রতিবাদকারীরা বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন। বক্তারা বলেন, “ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই-বোনদের ওপর ইসরাইলি বাহিনী যেভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তা মানবতা ও মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। মুসলিম হিসেবে এবং মানবিক মানুষ হিসেবে এই নৃশংস হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা আরও বলেন, “আমরা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—এই গণহত্যা বন্ধে তারা যেন কার্যকর ভূমিকা পালন করে।”
এই কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, মানবাধিকার কর্মী, সাধারণ জনগণ ও তরুণ সমাজের প্রতিনিধিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।