ফরিদপুর প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ শনিবার (৩১ মে) দুপুরে তার নগরকান্দার ভবুকদিয়া গ্রামের বাড়িতে যান বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক দুটি প্রতিনিধি দল।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নির্দেশে নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্ষার বাড়িতে যায় এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।

অপরদিকে, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেনের নেতৃত্বেও একটি প্রতিনিধি দল বর্ষার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, সদস্য তৈয়াবুর রহমান মাসুদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন।

দুই দলের নেতৃবৃন্দ বর্ষা ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে তাদের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *