কয়রা খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলা ৩ নং মহেশ্বরপুর ইউনিয়নের সাতহালিয়া নামক গ্রামের এনজিওর নাম ভাঙ্গিয়ে টাকা আদায়ের সময় স্বপ্না নামের এক মহিলাকে স্থানীয় জনগণ আটক করে ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় এই ঘটনাটি ঘটে ।
ঘটনাস্থলে যেয়ে জানা যায় মহিলাটির নাম স্বপ্না বেগম (৩৫) স্বামী নূর জামান সরদার গ্রাম কুসুয়াডাঙ্গা তিনি একজনপ্রতারক তিনি এর আগে বিভিন্ন এনজিওর নাম ভাঙ্গিয়ে কয়রা উপজেলা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায় । এ বিষয়ে জানতে চাইলে তেঁতুল তলার চর বাসিন্দা নুরুল ইসলাম বলেন স্বপ্না বেগম বলেন আমি ওয়ালভিসনের কর্মী হিসেবে কাজ করি আমার একটি ওয়ার্ল্ড ভিশনের বাথরুম দেয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নেয় বিষয়টি আমার ভালো না লাগলে আমি এ বিষয়ে আরো জানার জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকি এবং খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলাম স্বপ্না বেগম প্রতারক সে বিভিন্ন এনজিওর নাম বলে এভাবে বহু মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ল্ড ভিশনের মহেশ্বরীপুর ইউনিয়নের কর্মী অহিদুজ্জামান মিন্টু বলেন আমাদের কোন মহিলা কর্মী নেই আর আমাদের এনজিওকারোর কাছ থেকে টাকা নিয়ে কোন সহাতায় দেয়না এবং কোন টাকা পয়সা নেওয়া হয় না ।
এ বিষয়ে ওয়ার্ল্ড ভিশন কয়রা উপজেলার দায়িত্বপ্রাপ্ত থাকা কর্মকতা মোহাম্মদ আবু রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমিও শুনেছি যে আমাদের ওয়ার্ল্ড ভিশনের নাম ভাঙিয়ে একটি মহিলা টাকা আদায় করছে এবং বিভিন্ন ত্রাণ দেওয়ার কথা বলে আসছে কিন্তু এতদিন আমি তার কোন সঠিক প্রমাণ না পাওয়ায় কিছু করতে পারিনি এখন বিষয়টি এখন বিষয়টি আমি জেনেছি আমাদের ওয়ার্ল্ড ভিশনের উধ্যান্য কর্মকর্তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *