ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর, ১৪ মার্চ: জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবিতে ফরিদপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কোট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। তিনি বলেন, “জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিল করা সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে নাগরিকদের পরিচয় সংক্রান্ত জটিলতা কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ হবে।”
বক্তারা বলেন, বর্তমান আইন জনগণের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এটি বাতিল না করা হলে সাধারণ মানুষের নানা দুর্ভোগের সম্মুখীন হতে হবে। তারা দ্রুত আইনটি সংশোধন বা বাতিলের আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও সাধারণ জনগণ। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ফরিদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলেও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান